শেরপুরে আদালতের আদেশ অমান্য করে নির্মান কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

শেরপুরে আদালতের আদেশ অমান্য করে নির্মান কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

বুলবুল আহম্মেদ শেরপুর :আদালতের আদেশ অমান্ত করে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিনের পুত্র আব্দুর রউফ নিজস্ব ক্ষমতাবলে নির্মান কাজ চালিয়ে যাওয়ার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এডভোকেট এ কিউ এম ইকরামূল হক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শেরপুর পৌরসভাস্থ গৃদ্দানারায়নপুর মহল্লার লন্ডন প্রবাসী সাবেরা ইকরাম সাবুর মায়ের মৃত্যুর পর তার অপরাপর ভাই বোনদের সহিত বন্টনের মাধ্যমে ১.৫ শতক ভূমী ওয়ারিস সূত্রে প্রাপ্ত হয়ে বর্তমানে ভোগদখলে রয়েছেন। আমার মেয়ে লন্ডন প্রবাসী হওয়াতে তার অনুপস্থিতি সুযোগ পেয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিনের পুত্র আব্দুর রউফ বেদখল পূর্বক বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। পরে আমি জানতে পেরে নির্মাণকাজ স্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ করি। সেটি সে তুয়াক্কা না করলে আমি শেরপুর সিনিয়র জজ আদালতে ২১৯/২০ নং মোকদ্দমা আব্দুর রউফ এর বিরুদ্ধে আনয়ন করি। পরে বহুতল ভবন নির্মান না করার আদেশের জন্য বিজ্ঞ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশের প্রার্থনা করিলে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানীতে আব্দুর রউফ এর বিরুদ্ধে ভবন নির্মান কাজের নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেন। বর্তমানে সে নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চলমান রাখে। রায় প্রাপ্তির পর জেলা জজ আদালতে ১৩/২০ নং আপিল মোকদ্দমা দায়ের করেন। তাই গণমাধ্যম কর্মীদের তদন্ত পূর্বক সঠিক তথ্য তুলে ধরার জন্য সহযোগীতা কামনা করেছেন।
এসময় শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ স্হানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *