বুলবুল আহম্মেদ||শেরপুর পৌর আ’লীগের অন্তর্ভুক্ত ৯নং ওয়ার্ড আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে দিঘারপাড়স্থ হাসেম মোল্লা রাইস মিল প্রাঙ্গনে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এ উপলক্ষে এক আলোচনা সভায় ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হযরত আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।

পৌর আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাজন সরকার রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক এসএম আজিজুদ্দিন ইকরাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সাধারণ সম্পাদক হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনের উদ্বোধন করেন পৌর আ’লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি।
পরে প্রথম অধিবেশনের আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে ত্রি-বার্ষিক সম্মেলনের কাজ শুরু করা হয়। এতে আলোচনার মাধ্যমে বর্তমান সভাপতি মো. হযরত আলীকে সভাপতি ও মুক্কাস আলী মন্ডলকে সাধারণ সম্পাদক করে আগামী ৩বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।