স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলায় মুজিবর্ষের উপহার হিসেবে ২৯১ পরিবারকে পাকাঘর দেওয়া হচ্ছে। আগামী শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাথে শেরপুরে ২৯১ পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেবেন। ভিক্ষুক, প্রতিবন্ধী, যাদের জমি নেই, ঘর নেই ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠসহ একেবারে অসহায় মানুষরা এসব ঘর পাচ্ছেন। ২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব এসব তথ্য জানান।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুক্তাদিরুল ইসলাম, সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট ফারুক আল-মাসুদ, সদর উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
