শেরপুরে হিজড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্তকরণে ব্লক-বাটিক প্রশিক্ষণ শুরু

শেরপুরে হিজড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্তকরণে ব্লক-বাটিক প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার:শেরপুরে হিজড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্তকরণে সাতদিনব্যাপী ব্লক-বাটিক প্রশিক্ষণ ৮মার্চ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন তুলশী মালায় শুরু হয়েছে।
জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহাম্মদ, ওয়ালিওল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবির, সমাজ সেবা বিভাগের উপপরিচালক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, জনউদ্যোগের সদস্য সচিব হাকিম বাবুল, হিজড়া জনগোষ্ঠীর পক্ষে নিশি সরকার প্রমুখ বক্তব্য রাখেন ।
হিজড়া নিশি সরকার বলেন, তাদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন আমরা ভিক্ষা করতে চাই না। কাজ করে খেতে চাই।
উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম জানান, কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া সুতির পারে ৪০জন হিজড়াকে সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয় তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হচ্ছে। এলক্ষেই এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন জানান, বিভিন্ন বিভাগের মাধ্যমে তাদেরকে সবধরনের সুযোগ সুবিধা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *