স্টাফ রিপোর্টারঃ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়াম রোগীদের মধ্যে ৫০টি চেক বিতরণ করা হয়েছে।

৮মার্চ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ৫০ জন রোগীর হাতে সমাজ সেবা বিভাগ থেকে প্রাপ্ত মোট ২৫লক্ষ টাকার চেক বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ালিওল ইসলাম, মুক্তাদিরুল আহাম্মদ, সমাজ সেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেরপুর জেলার ১৭০জন রোগী সমাজ সেবা অধিদপ্তরে আর্থিক সাহায্যের জন্য আবেদন করলে দু দফায় ১০০জনকে ৫০ লাখ টাকা বিতরণ করা হলো। বাকি ৭০জনকেও অর্থ প্রাপ্তি স্বাপেক্ষে প্রদান করা হবে।
