স্টাফ রিপোর্টার:নির্বাচনের পোস্টার অপসারণ করে শহর পরিছন্ন করছে একদল উদ্দীপ্ত তরুণ। নতুন সেচ্ছাসেবী সংগঠনের নাম উদ্যোগ।
ভালো কাজের উদ্যোগ নেয়া থেকে সংগঠনের নাম রাখা হয়েছে উদ্যোগ। মোমিনুল তুষার আর আনোয়ার হোসেন দুই বন্ধুর প্রচেষ্টায় সংগঠন চালু হয়।বর্তমানে সংগঠনটির সেচ্ছাসেবকের সংখ্যা প্রায় বিশজন। সেচ্ছাসেবকরা নিজেদের অর্থায়নে সমাজে বিভিন্ন সেবামূলক কাজ শুরু করেছেন। শহর পরিষ্কার করার বিষয়ে মোমিনুল তুষার বলেন, শহরকে আমরা সবাই ব্যবহার করি। শহরকে দেখভাল করার দায়িত্ব আমাদের। শুধু কতৃপক্ষের উপর নির্ভর করে আমরা এই দায় এড়াতে পারি না। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব পরিবেশ রক্ষায় এগিয়ে আসা উচিত।
তাই আমরা উদ্যোগ সংগঠনের পক্ষ থেকে এমন কার্যক্রম হাতে নিয়েছি।সেচ্ছায় এমব কাজ করে আমরা আনন্দ পাই।