শেরপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ঢাকা পোষ্টের যাত্রা

শেরপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ঢাকা পোষ্টের যাত্রা

বুলবুল আহম্মেদ:জাতীয় পর্যায়ের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোষ্ট এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

ঢাকা পোষ্ট এর শেরপুর প্রতিনিধি মোঃ জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি ডিআইও -১ (ডিএসবি) আবুল বাশার, জে এন্ড এস গ্রুপ এর ব্যবস্থাপনা সম্পাদক তরুন শিল্পপতি সাদুজ্জামান সাদী, প্রেসক্লাবের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, জনউদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্যে রাখেন।

এসময় বক্তারা ঢাকা পোষ্টের ভবিষ্যত সাফল্য কামনা করে বলেন, অপসাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনায় জাতীয় পর্যায়ের অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট অগ্রণী ভূমিকায় নিরপেক্ষ সংবাদ প্রকাশ করবে। পাশাপাশি পত্রিকা হচ্ছে একটি সমাজের প্রতিচ্ছবি। তাই যে কোন পত্রিকার বৈশিষ্ট্য হবে বস্তুনিষ্ট, স্বচ্ছতা ও জবাবদিহিতা। যারা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত তাদের মধ্যে থাকতে হবে ঐক্য। খবরে এমন সব লিখনী ও বিষয়বস্তু উপস্থাপন করতে হবে যা দিয়ে সমাজের অবহেলিত মানুষের কথা উঠে আসবে।

শেরপুরে ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে জেলা প্রতিনিধি হিসেবে দৈনিক প্রথম আলোর দেবাশীষ সাহা, দৈনিক করতোয়ার এস এম শহিদুল ইসলাম, এন টিভির কাকন রেজা, চ্যানেল আইয়ের হাকিম বাবুল, দৈনিক জনতার জি এইচ হান্নান, দৈনিক ভোরের ডাকের আলমগীর হোসাইন, বাংলাদেশ প্রতিদিনের প্রভাষক মাসুদ হাসান বাদল, দৈনিক আমার সংবাদ ও যায় যায় দিনের তপু সরকার হারুন, দৈনিক তথ্যধারার আছাদুজ্জামান মোরাদ, আলোকিত সকালের মোঃ রিপন, দেশ টিভির আব্দুর রফিক মজিদ, আনন্দ টিভির মারুফুর রহমান, এস এ টিভির মহিউদ্দিন সোহেল, চ্যানেল ২৪ এর ইমরান হাসান, ৭১ টিভির শাকিল মুরাদ, নিউজ ২৪ এর জুবাইদুল ইসলাম, দৈনিক লাখো কন্ঠ ও জনবানীর বুলবুল আহমেদ, নিউজ বাংলা ২৪ এর শাহরিয়ার শাকির, জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক,অনলাইন মিডিয়া সহ বিডি ক্লিন, রক্তসৈনিক, আজকের তারন্যে, জনউদ্যেগ, জেলা রক্তদান সংস্থা, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব, শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ঢাকা পোস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে শেরপুর প্রেসক্লাব থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *