শেরপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শেরপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার: সারাদেশে বিগত ২০০৫ সালের ১৭ আগস্ট জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জঙ্গী সংগঠন দেশের সকল জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি জামায়াত জোট সকারের মদদে সিরিজ বোমা হামলা চালায় জঙ্গীরা।

এরই প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড় থেকে জেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগ, যুবলীগসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা যুবলীগ সাধারণ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সোয়েব হাসান শাকিল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালের এই দিনে বিএনপি জামায়াত জোট সরকারের মদদে জঙ্গীরা বাংলাদেশকে অকার্যকর করতেই দেশের সকল স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়েছিল। এছাড়াও বক্তারা আরো বলেন, সিরিজ বোমা হামলা আর ২১ আগস্ট বোমা হামলা একই সূত্রে গাঁথা। সেদিনের বোমা হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতেই জঙ্গীরা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। এতে মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভি রহমানসহ অনেক নেতাকর্মী মারা যায় এবং সেই সাথে অনেকে আহত হয়। এখনো আহতদের মধ্যে গ্রেনেডের স্প্রিন্টার নিয়ে বেঁচে আছে অনেক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *