স্টাফ রিপোর্টার: ক্রীড়ায় শান্তি ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি সকালে বটতলাস্থ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা, শান্তির পায়ড়া ও বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

সরকারি ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম’র সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, সিনিয়র শিক্ষক মো. রহুল আমিন, হুইপ কন্যা ডা.শারমিন রহমান অমিসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
জানা যায়, শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দীর্ঘ লাফ, উচ্চ লাফ, মোরগ লড়াইসহ অন্যান্য খেলায় অংশগ্রহণ করবেন।
