বুলবুল আহম্মেদ:শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ সংবাদ সংগ্রহকালে দুর্বৃত্তের হামলায় ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি এস এম জুবায়ের দীপ গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাতে শেরপুর পৌরশহরের পূর্ব শেরী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন থেকে রাজনৈতিক ভাবে পূর্ব শত্রুতার জের ধরে গেল ৪র্থ ধাপের পৌরসভা নির্বাচনে নব-নির্বাচিত কাউন্সিলর নাহিদুল ইসলাম ও মুরশিদুর রহমান এর সমর্থকদের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা আজাদ সমর্থকদের সাথে সংঘর্ষ হয়। এতে সংবাদ সংগ্রহকালে ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি জুবায়ের দ্বীপ এর উপর হামলা চালায় কাউন্সিলর নাহিদের সমর্থকরা। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ সময় তার মোবাইল, ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।