স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লাসহ দেশের বিভিন্নস্থানে নানা অজুহাতে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক শক্তির হামলা-নির্যাতনের প্রতিবাদে শেরপুরে জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুর শহরের গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে। এতে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, আয়োজক সংগঠনের উপদেষ্টা প্রদীপ রঞ্জন দে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, শহর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অজয় চক্রবর্ত্তী, সাধারন সম্পাদক রাজন সরকার রাজু, নকলা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ঝুমুর পোদ্দার, পলাশ কুমার নন্দী প্রমুখ।

সমাবেশে বক্তারা অতিসম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ধ্বংসযঞ্জের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।
