স্টাফ রিপোর্টার :শেরপুর জেলা শহরের মধ্য গৌরিপুর মহল্লায় অভিযান পরিচালনা করে ১৫ টি নেশাজাতীয় ইনজেকশনসহ তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মধ্য গৌরিপুর মহল্লার মোফাজ্জল হোসেন এর ছেলে কারিমুল আজমীর, সজবরখিলা মহল্লার ফরহাদ আলীর ছেলে মুশফিকুর রহমান, নবীনগর মহল্লার আবুল কাশেম এর ছেলে পারভেজ আহমেদ। এদের মধ্যে মুশফিকুর রহমান দীর্ঘদিন থেকে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি বছির আহমেদ বাদল এর নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক এসআই মেহেদী হাসান সহকারী উপ-পুলিশ পরিদর্শক এএসআই
প্রদীপ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স গৌরিপুর মহল্লায় অভিযান পরিচালনা করেন। পরে সেখানে থাকা মুশফিকুর রহমান, কারিমুল আজমীর ও পারভেজ আহমেদ এর কাজ থেকে ১৫ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে সাত হাজার টাকা। এ ঘটনায় মাদক আইনে ধৃত আসামীদের নামে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর সকালে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন সদর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মো. মেহেদী হাসান।
