শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। আজ ১৯ মে বুধবার দুপুরে পৌরসভার উপকন্ঠ কালিগন্জ জেলখানো মোড় এলাকায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে পরিদর্শনে যান জেলা প্রশাসক।
কারাগার চত্ত্বরে জেলা প্রশাসক পৌছা মাত্রই কারাগেটে সালামি গ্রহণ করেন। পরে
কারাগারের কয়েদিদের বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন তিনি।