মানিক দত্ত :শেরপুরে করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারনে জেলার কর্মহীন শিল্পি, কুলা -কুশলী ও কবি সাহিত্যিকদের অনুকূলে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রধানকৃত নগদ অর্থ বিতরন করা হয়েছে। ৬মে বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
৫০জন শিল্পি কলা-কুশলী ও কবিসহিত্যিকদের মাঝে নগদ ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়ালিউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলা প্রশাসকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।