খুকু আমার চাঁদের বুড়ি
পড়বে হাতে রেশমি চুড়ি।
লাল শাড়িটা পড়বে যখন
পরীর মতো লাগবে তখন।
রিনিঝিনি শব্দ তুলে
ছুটবে খুকু হেলে দুলে।
ঈদের খুশি বইছে প্রাণে
রঙিন হাওয়া খুকুর মনে।
তেপান্তরের মাঠ পেরিয়ে
হারিয়ে যাবে সব ছাড়িয়ে।
অবশেষে সন্ধ্যে বেলা
বাড়ি ফিরে করবে খেলা।
রেশমি চুড়ি গুনে গুনে
দেখবে খুকি আপন মনে।
মায়ের ডাকে ভয় পেলে
ছুটবে খুকু বাবার কোলে।