ইট পাথরের দেওয়ালে যাদের
লেগে আছে ঘাম
সেই শ্রমিকেরা পায়নি আজও
ঘামের ন্যায্য দাম l

দুবেলা দুমুঠো ভাত
এইতো তাদের চাওয়া
ন্যায্য মূল্য দিলেই হবে
জীবনে অনেক পাওয়া l

সকল শ্রমিক ভাই ভেবে
দেবো অধিকার
মে দিবসে আজ হউক
এই অঙ্গিকার l

ইট পাথরের দেওয়ালে যাদের
লেগে আছে ঘাম
সেই শ্রমিকেরা পায়নি আজও
ঘামের ন্যায্য দাম l
দুবেলা দুমুঠো ভাত
এইতো তাদের চাওয়া
ন্যায্য মূল্য দিলেই হবে
জীবনে অনেক পাওয়া l
সকল শ্রমিক ভাই ভেবে
দেবো অধিকার
মে দিবসে আজ হউক
এই অঙ্গিকার l