এ কেমন দিন! মানুষরাই কেমন?
সকলের মন যেন প্রাচীন ভবিষ্যত
বিদ্রুপ আর বিদ্রুপ
ভালো কথাতেও এখন গুজব ছড়ে!
রক্তপাত হয়, রক্তস্নাত মুখে
ভীষণ লজ্জিত সূর্য- লুকায় রাতে
শেষতম মহাদেশে উল্লাস হয়
ভালো কথাও ভাটা পড়ে গুজবে।
স্বপ্ন এখন নির্জন, পতিত
চোখ নেই দেখার,
মূল্যহীন মন আর আয়নার দাম আছে?
দেখা ছাড়া!