বাংলাদেশ আ.লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে শেরপুরের নব-গঠিত সাংবাদিক ইউনিয়ন কমিটিকে দেওয়া করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। ৮জুন মঙ্গলবার সকাল ১১ টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ওইসব করোনা সুরক্ষা সামগ্রী ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে তুলে দেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ।
করোনা সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় নব-গঠিত কমিটির সভাপতি মানিক দত্ত’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আছাদুজ্জামান মোরাদ, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনি, সাংবাদিক ইউনিয়ন’র সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, অনলাইন জার্নালিস্ট ফোরাম এর সহ-সভাপতি জুবাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা সাংবাদিক ইউনিয়ন’র সিনিয়র সহ-সভাপতি আবুল হাশিম, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট রেদোয়ানুর হক আবীর, দপ্তর সম্পাদক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট রওশন কবীর আলমগীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাকিল মুরাদসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এ করোনা মহামারিতে দলীয় নেতাকর্মীসহ সাংবাদিকদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এছাড়াও
মহামারী করোনা ভাইরাসজনিত পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন।
একই সাথে তিনি শেরপুরের সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে সাংবাদিক মহলের কল্যাণে তার সুনজর থাকবে বলে প্রতিশুতি ব্যক্ত করেন।