নালিতাবাড়ী প্রতিনিধি :শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আবুল কায়েশ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ৭ জুন দুপুর ৩টার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের জামিরাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন জানায়, ওই গ্রামের মাওলানা আজিজুর রহমানের একমাত্র শিশু পুত্র আবুল কায়েশ বেলা আড়াইটার দিকে তার দাদা ও অন্য শিশুদের সাথে বাড়ির আঙিনায় খেলছিল। এরই ফাঁকে কোন এক সময় সবার অজান্তে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় কায়েশ। কিছুক্ষণ পর তাকে না দেখে দাদা ও বাড়ির লোকজন পুকুরে খোঁজতে গেলে তারা কায়েশের লাশ পানিতে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।