রেজাউল হাসান সাফিত, নকলা :শেরপুর জেলার নকলা প্রেসক্লাব কমিটির করোনা ভাইরাস (কোভিট-১৯)-এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল শুক্রবার রাতে নকলা শহরের সুমাইয়া প্লাজায় প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন ও মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন ও মো. নূর হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কার্যকরী সদস্য সীমানুর রহমান সুখন, মো. মোশাররফ হোসেন শ্যামল ও রাইসুল ইসলাম রিফাত; সদস্য এম.এফ জামান ফারুক মো. সুজন মিয়া ও মোফাজ্জল হোসেন প্রমুখ।
বক্তারা করোনা ভাইরাস (কোভিট-১৯)-এর চলমান দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেনতা সৃষ্টিসহ সরকারের নির্দেশনা মোতাবেক জনগনের পাশে থেকে কিভাবে সহায়ক ভূমিকা রাখা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া আগামী দিনগুলোতে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড গুলো নিজ নিজ মিডিয়াতে প্রকাশের পাশাপাশি সমাজের অসঙ্গতি গুলোকে বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে তুলে ধরতে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পরামর্শদেন তাঁরা।
করোনা ভাইরাস (কোভিট-১৯)-এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেনতা সৃষ্টির লক্ষে মূল আলোচনা শেষে প্রেসক্লাবের নতুন কমিটির আয়-ব্যয় সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া “আলোকিত হউক উদারতায়” এ প্রতিপাদ্যকে মনেপ্রাণে ধারন করে ১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সকল অটিজমদের সুস্থ্যতা কমানাসহ তাদের দিকে সুদৃষ্টি রাখতে সকলের প্রতি আহবান জানানো হয়। এসময় প্রেসক্লাব কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।