শেরপুরে দুইটি বইয়ের গ্রন্থ আলোচনা

শেরপুরে দুইটি বইয়ের গ্রন্থ আলোচনা

শেরপুর প্রতিনিধি : শেরপুরে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে ছড়াকার আশরাফ আলী চারু’র ‘ছড়ার দেশে পাখির বেশে’ এবং কবি ও সাংবাদিক রফিক মজিদের লেখা ‘মেঘালয়ে ফিরে দেখা-৭১’ গ্রন্থের গ্রন্থ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় শহরের নয়আনী বাজারস্থ গাঙচিল কার্যালয়ে এ গ্রন্থ আলোচনায় গাঙচিল সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় প্রিয় অতিথি ছিলেন জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাজ্জাদুর করিম।
এছাড়া ‘ছড়ার দেশে পাখির বেশে’ গ্রন্থের ছড়াকার মোস্তাফিজুল হক এবং ‘মেঘালয়ে ফিরে দেখা-৭১’ গ্রন্থের আলোচক ছিলেন সাহিত্যিক জ্যোতি পোদ্দার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাঙচিল এর সহ সভাপতি নূরুল ইসলাম মনি, মহিউদ্দিন বিন জুবাইদ, প্রভাষক ড. আনিসুর রহমান আকন্দ, কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ, জান্নতুল রিকসনা, আজাদ সরকার, এমএইচ মুকুল, আজাহারুল ইসলাম টিটু, আবৃত্তিকার সেহাগি আক্তার, মকবুল হোসেন, রাশেদ মোশারফ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংবাদিক আবুল হাশিম, কাজি মাসুম, জুবায়ের দীপ প্রমূখ।
বক্তারা এই গ্রন্থ আলোচনাকে আগামি দিনে শেরপুরের সাহিত্যের ভিতকে আরো মজবুদ এবং লেখকদের প্রকাশিত বিভিন্ন গ্রন্থের মান উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন।
গ্রন্থ আলোচনা শেষে কবি এমএইচ মুকুলের ভাষা আন্দোলন ও স্বাধিনতার সাংক্ষিপ্ত ইতিহাস নিয়ে লেখা গ্রামবাংলার ঐতিহাসিক পুঁথি পাঠ করেন। সব শেষে গাঙচিল সভাপতি রফিক মজিদের ৫১ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *