নকলায় বোরো আবাদ ঘরে উঠাতে ব্যস্ত কৃষকরা

নকলায় বোরো আবাদ ঘরে উঠাতে ব্যস্ত কৃষকরা

নকলা সংবাদদাতা: শেরপুরের নকলায় এবার বোরো আবাদের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা ২/৩ সপ্তাহ আগে থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বোরো আবাদ কাটা শুরু করেছেন। উপজেলার অধিকাংশ ধান পেকে যাওয়ায় ধান কাটা, মাড়াই ও শুকিয়ে ঘরে উঠাতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিলো ১৪ হাজার ৯৪০ হেক্টর জমি, কিন্তু ভূট্টার আবাদ বেশি হওয়ায় অর্জন হয়েছে ১২ হাজার ৪০৫ হেক্টর জমিতে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, আবহাওয়া বোরো আবাদের অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে এবং ধানের দাম বেশ ভালো থাকায় কৃষকরা খুব খুশি। তিনি আরও জানান, বোরো আবাদের উপযোগী উপজেলার সব জমিকে চাষের আওতায় আনতে জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে, কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও প্রণোদনা প্রদান করা হয়েছে। আগামীতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ও অর্জন বাড়বে বলে তিনি আশাব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *