আব্দুল্লাহ আল-আমিন, নকলা সংবাদদাতা: শেরপুরের নকলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প এবং কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর সফল সমাপনী হয়েছে।

এ উপলক্ষে সোমবার ৩১ জুলাই দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক কৃষিবিদ ড. সুকল্প দাস।

এসময় কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আঃ মন্নাফ খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহীন রানাসহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন স্টল ও নার্সারি মালিকগণ উপস্থিত ছিলেন।