স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের অয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় করোনা জনিত কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগমসহ মুক্তিযোদ্ধাগণ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা পরিষদ এর সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সভায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।