শেরপুরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমাপনী উপলক্ষে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। এতে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুক্তাদিরুল আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন পিআইবিথর প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

প্রশিক্ষণ কোর্সে শেরপুর জেলার শ্রীবরদী, নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ৩৫জন সাংবাদিক অংশ নেন। এতে সংবাদ সংগ্রহ, সংবাদ কাঠামো, রিপোর্টিংয়ের ধরন, লেখার ধরন, অনুসন্ধানী প্রতিবেদনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *