ডাক গুড়গুড় বৃষ্টি আসে
জ্যৈষ্ঠ মাসের দুপুরে
আম জোড় জোড় পড়লো বুঝি
কুড়লো সাদের, নুপুরে।
জাম পড় পড় গামছা পেতে
তাকায় গাছে শুকরালী
বৃষ্টি পড়ে নাকে চোখে
যায় ভিজে তার মুখ নালী।
সাদের, নুপুর, শুকরালীরা
আম কুড়ায় আর জাম কুড়ায়
হাক ডাকে আর বৃষ্টি দিয়ে
জ্যৈষ্ঠদুপুর নাম কুড়ায়।