স্টাফ রিপোর্টার:পিতা ও স্বামীর সম্পত্তিতে হিন্দু নারীদের উত্তরাধিকার দাবী সহ সকল ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য নিরসন করে সমতা বিধনের দাবী জানানো হয়েছে। সেইসাথে নারী ও কন্যা শিশুর প্রতি ধর্ষণ সহ সকল প্রকার সহিংসতা বন্ধের দাবী জানানো হয়। ৮ র্মাচ সোমবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের সামনে নারীদের অবস্থান কর্মসূচি থেকে এসব দাবী জানানো হয়।
‘নারীর বিকাশ ক্ষমতাপূর্ণ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার, নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ করি, সমতার ভিত্তিতে সমৃদ্ধ সমাজ গড়ি’-এমন প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখা এবং নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ এ অবস্থান কর্মসূচির আয়োজন করে। জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার, শিক্ষাবিদ শিব শংকর কারুয়া, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ। এছাড়া নারী উদ্যোক্তা আইরীন পারভীন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, আইইডি’র ব্যবস্থাপক মানিক পাল, নারী রক্তদান সংস্থার তিথী নন্দী, নাইমা বেগম, সাবেক নারী কাউন্সিলর মাহমুদা খানম ডলি, নৃ-জাতিগোষ্ঠির নেতা সুমন্ত বর্মন, মলিন বিশ্বাস, সাংবাদিক এসএম শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আবৃত্তিকার শ্যামলী মালাকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি আবৃত্তি করেন। এ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), নারী রক্তদান সংস্থা, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস), ইয়ুথ অ্যাজ চেঞ্জ এজেন্ট ফর সোসাল কোহেশন, শেরপুর আদিবাসী উন্নয়ন সংস্থা, বাংলাদেশ দলিত বঞ্চিত অধিকার আন্দোলন নেতৃবৃন্দ। ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি শেষে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে গিয়ে শেষ হয়। শতাধিক নারী সহ বিভিন্ন শ্রেনীপেশার সুধীবৃন্দ এতে অংশগ্রহণ করেন। এদিকে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী দিবস উপলক্ষে এক ভার্চয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।