ত্রিশালে মাননীয় প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে বিশেষ টিকাদান ক্যাম্পইন- ২০২১-সত্যবয়ান

ত্রিশালে মাননীয় প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে বিশেষ টিকাদান ক্যাম্পইন- ২০২১-সত্যবয়ান

আবু তোরাব,ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি||আগামীকাল ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের জন্যে নির্ধারিত টিকাদান কেন্দ্রের তালিকা দেয়া হলো।

ইউনিয়নে ও পৌরসভায় এবারের ক্যাম্পেইনে টিকা নেয়ার পূর্বশর্তঃ
১. কেবল ত্রিশালে নিবন্ধনকৃত ব্যক্তিই ত্রিশাল থেকে টিকা নিতে পারবেন।
২. নিবন্ধন করে টিকাকার্ড নিজেরাই প্রিন্ট করে নিয়ে আসতে হবে।
৩. জাতীয় পরিচয়পত্র (মূল/ফটোকপি) সাথে করে নিয়ে আসতে হবে)
৪. কেবলমাত্র ১ম ডোজ দেয়া হবে।

সকলেই টিকাকার্ড প্রিন্ট করে নিজ নিজ ইউনিয়ন থেকে গ্রহণ করতে পারবেন। যেদিনই নিবন্ধন করে থাকুন না কেন, মোবাইলে এসএমএস না গেলেও আগামীকাল নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।

ইউনিয়ন ও পৌরসভায় শুধুমাত্র সিনোফার্ম টিকার প্রথম ডোজ দেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আগামীকাল শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেয়া হবে, অনুগ্রহ করে প্রথম ডোজের জন্যে স্বাস্থ্য কমপ্লেক্স এ কেউ অযথা ভিড় করবেন না।

ডা. মাহির আঞ্জুম
মেডিকেল অফিসার (কোভিড ফোকাল পারসন)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ত্রিশাল, ময়মনসিংহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *