মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। ২০ মে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ভাতা ভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যাম ও উপজেলা আওয়ামীগীলের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপজেলা আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ সহ উপজেলা সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠানে অতিরিক্ত বরাদ্দ থেকে মোট ১২৮জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে বই বিতরণ করা হয়। ভাতাভোগীদের নিজ নিজ নামের বিকাশ নাম্বারে টাকা দেওয়া হবে বলে অফিস সূত্রে জানা যায়।