কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া কোটপাড়া মেসার্স জামান ইঞ্জিনিয়ারিং, ডিস্ট্রিবিউটর ওয়ালটন গ্রুপ, ৭ অর্জুন দাস আগারওয়ালা সড়ক, কোর্টপাড়া ( আফু চেয়ারম্যান এর বাড়ির পার্শে), কুষ্টিয়াতে নতুন একটি ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুমের উদ্বোধন।
প্রায় ১২০০ বর্গফুট আয়তনের বিশাল এই শো-রুমটি উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল বাদ যোহর অত্যান্ত সীমিত আকারে অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর কথা চিন্তা করে অত্যন্ত সাদামাটা ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে এই উদ্বোধন আয়োজনটি সম্পন্ন হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে/ মিলাদে এসপি (ডিবি) মোঃ আবু সায়েম, মোবনের মালিক মোঃ হাবিবুল আলম হাবলু, হার্ট স্পেশালিষ্ট নাসিমুল বারি বাপ্পি, গোলাম মাহবুব ( উপদেষ্টা গ্রীন আর্কিটেক্ট ) প্রমূখ সহ কুষ্টিয়ার কিছু গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের প্রোপাইটার মোঃ আক্তারুজ্জামান উজ্জ্বল, বলেন এটি একটি এক্সক্লুসিভ শো-রুম, এখানে ওয়ালটনের যাবতীয়পন্য সুলভ মুল্যে আমরা কুষ্টিয়াবাসীকে সর্বরাহ করতে সক্ষম হব ইনশা আল্লাহ।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অত্র শো-রুমের উত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা সহ বর্তমান করেনা মহামারীর হাত থেকে সমগ্র দেশবাসীর রক্ষা পেতে ও কুষ্টিয়াবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া বার শরীফ দরবারের পেশ ইমাম সাফিউদ্দিন আহমদ (বাবু)।