স্টাফ রিপোর্টার ঃশেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দুস্থ অসহায় দুগ্ধদানকারী ও গর্ভবতী মাতাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল সোমবার শহরের বটতলাস্থ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মোট ১২০ জন দুগ্ধদানকারী ও গর্ভবতী মাতাদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরনের পরিকল্পনার প্রথম দিনে ৩৫ জন মাকে এই খাদ্য বিতরণ করা হয় ।
শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বাস্তবায়নে এসব অসহায় দুস্থদের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, লবন, তেল ও ছোলা বিতরণ করা হয়।
বিতরণকালে শেরপুরের সিভিল সার্জন ডাঃ একেএম আবুল কাশেম মোহাম্মদ আনওয়ারুর রউফ,সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন,সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাঃ আকরাম হোসেনসহ প্রমুখ।