শেখবর হত্যা মামলার অন্যতম আসামী স্বাধীন গ্রেফতার||সত্যবয়ান

শেখবর হত্যা মামলার অন্যতম আসামী স্বাধীন গ্রেফতার||সত্যবয়ান

শ্রীবরদী সংবাদদাতা||শেরপুরের শ্রীবরদী‌তে পুলিশের সামনে কুপিয়ে দিনমজুর শেখবর হত্যা মামলার চার নাম্বার আসামী স্বাধীন (২৫)‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার (২৫ এ‌প্রিল) রা‌তে জামালপু‌রের বকসীগঞ্জের সীমান্তবর্তী লাউচাপড়া থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। স্বাধীন রা‌ণি‌শিমুলের প‌শ্চিম হালুয়াহা‌টি এলাকার হত্যা মামলার এক নাম্বার আসামী জা‌কির হো‌সেন জিকুর ছে‌লে। পরে তাকে মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে শেরপুরের আদালতে পাঠালে আদালত তাকে জেলা কারাগারে পাঠা‌নোর নি‌র্দেশ দেন। এ নিয়ে এ চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূল আসামীসহ মোট আটজনকে গ্রেপ্তার হ‌য়ে‌ছে।

তবে ইতোমধ্যে গত ১১ এপ্রিল এজাহারভুক্ত আসামী সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান রাজা জামিনে মুক্ত হয়েছে। অপরদিকে তারই বড় ভাই আসামী মাহবুবুর রহমান সুজা হাইকোর্টের জামিনে রয়েছেন।

শ্রীবরদী থানার অ‌ফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, চাঞ্চল্যকর এ মামলার প্রধান আসামীসহ আটজনকে গ্রেফতার করা হলো। স্বাধীন আজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া দ্রুত সময়ের মধ্যে ভিডিও ও অন্যান্য প্রমানাদি সাপেক্ষে হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালতে দেয়া হবে।

উ‌ল্লেখ্য, গত ২৩ মার্চ বুধবার শ্রীবরদী উপজেলার পশ্চিম হালুয়াহাটি এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দিনমজুর শেখবর আলীকে পু‌লি‌শের সাম‌নেই কুপিয়ে হত্যা করে জাকির হোসেন জিকোসহ প্রতিপক্ষের লোকজন। প‌রে হত্যাকান্ডের ভিডিওটি গত ১০ মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলাবা‌হিনী। গ্রেপ্তার হয় এক এক করে প্রধান আসামীসহ আটজন। এ‌দি‌কে হত্যাকান্ডের পরদিনই ঘটনাস্থলে থাকা উপস্থিত এসআই ওয়ারেজকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। প‌রে এ মামলা নিয়ে পুলিশের উচ্চ পযার্য়ে তৎপরতা বাড়লে বাকী আসামীদের মধ্যে প্রায় ১ মাস ৩ দিন পর মোট ২৪ জন আসামীর মধ্যে ৮ জনকে গ্রেফতার করলো আইনশৃঙ্খলাবা‌হিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *