ঝিনাইগাতী সদর হাটবাজার ও তিনানী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান||সত্যবয়ান

ঝিনাইগাতী সদর হাটবাজার ও তিনানী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান||সত্যবয়ান

ঝিনাইগাতী সংবাদদাতা||রমজান মাস উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর বাজার ও মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
৯ এপ্রিল শনিবার দুপুরে ঝিনাইগাতী সদর বাজার ও তিনানী বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।
অভিযানকালে বেশকিছু দোকানে অনিয়ম পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে ১২টি মামলায় ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সেই সাথে দোকান মালিকদেরকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মূল্যতালিকা ও পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে সচেতন করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক(এসআই) জাকির হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *