৬ষ্ঠ বর্ষে বিডি আইটি জোন-সত্যবয়ান

৬ষ্ঠ বর্ষে বিডি আইটি জোন-সত্যবয়ান

নিজস্ব প্রতিবেদক||শেরপুরে বিডি আইটি জোনের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। আজ বিকেলে শেরপুর পৌর শহরের অর্কিড পর্যটন প্রকল্পে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আইটি উদ্যোক্তাদের মিটাপ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিডি আইটি জোনের ফেসবুজ পেজ ব্লু ভেরিফাই উপলক্ষে এবং ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ৬০% ছাড়সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সন্ধায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বর্ষপূতি অনুষ্ঠানে আইটি পয়েন্ট বাংলাদেশের পরিচালক আলমগীর হোসেন, ডিজি সাইন আইটির কর্ণধার খায়রুল আহসান নিউটন, ক্লিন আপ বাংলাদেশ শেরপুরের ফেলো আল-আমিন রাজু, চ্যানেল ২৪ এর শেরপুর প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, বাংলা টিভির শেরপুর প্রতিনিধি নাঈম ইসলাম, শেরপুর ৩৬০ ডিগ্রির এডমিন মেহেদী হাসান সাব্বির, এডু পয়েন্ট বাংলাদেশের শেরপুরের প্রতিনিধি নাহিদ ইসলামসহ শেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, তথ্যপ্রযুুক্তি খাতে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা নিজেদেরকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে খুব সহজেই উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে পারব। গারো পাহাড়ের পাদদেশে আমাদের তরুণরা স্বপ্ন দেখাচ্ছে। অল্পদিনেই ব্যাপক সাড়া পাওয়া বিডিআইটি জোন আগামীতে আরও ভালো করবে আশা করি।

বিডিআইটি জোনের প্রধান উদ্যোক্তা ইফতেখার হোসেন পাপ্পু বলেন, আমাদের দেশে এখনো আউটসোর্সিং খাতে নিজেদের কর্মসংস্থান তৈরির বেশ সুযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে মার্কেটিংয়ের মাধ্যমে ঘরে বসে খুব সহজেই আয় করা সম্ভব।

স্বল্প পরিসরে শুরু হওয়া বিডিআইটি জোনের স্বপ্নযাত্রার ছয় বছরে সকলের ভালোবাসা আর সহযোগিতায় আরও এগিয়ে যাবে এ প্রত্যাশা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *