২০ টাকায় ৩০ কেজি ওজনের কাঁঠাল

২০ টাকায় ৩০ কেজি ওজনের কাঁঠাল

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া:কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার দবির মোল্লার রেলগেটে (২২ জুলাই-২১) ঈদের পরের দিন বৃহস্পতিবার দুপুর ২ টার সময় কালু নামে একজন ব্যবসায়ী ৩০ কেজি ওজনের বিশাল একটি কাঁঠাল বিক্রয়ের জন্য দবির মোল্লা রেলগেটে নিয়ে আসে।

কাঁঠালটি অনেক বড় হওয়ার কারণে বর্তমানে করোনাভাইরাস এর প্রভাবে কুষ্টিয়াতে একের পর এক লকডাউন আবার ঈদের কারণে সাধারন জনগনের কাছে টাকা না থাকায় কাঁঠালটি বিক্রি হচ্ছিল না। কাঁঠাল ব্যবসায়ীক কালু গরিব মানুষ এই কাঁঠাল বিক্রি করলেই তার ঘরের চাল ডাল কিনে নিয়ে ছেলে সন্তান নিয়ে খাওয়া-দাওয়া করবে।

এমত অবস্থায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও স্কুলের প্রধান শিক্ষক মিলে আলাপ-আলোচনা করে তাদের মাথায় বুদ্ধি আসে ২০ টাকায় টিকিট করে ২০ জনের একটি লটারি সিস্টেম করে। রাত ৯ টার সময় কাঁঠালটি বিক্রি করে দেয়। কাঁঠালটি দাম ছিলো ৪০০ টাকা। ২০ জনের মধ্যে বিজয়ী হন রাসেল নামের এক জন। তাকে ২০ টাকায় ৩০ কেজি ওজনের বিশাল কাঁঠালটি তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *