হরতালের প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে

হরতালের প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে

দিনাজপুর সংবাদদাতা:  বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন কোনো প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে। হিলি ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। তবে অন্য দিনের তুলনায় কমসংখ্যক দিনাজপুরগামী বাস চলাচল করতে দেখা গেছে।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়।

পানামা পোর্ট ও শুল্ক স্টেশনের সব বিভাগ ও বন্দরের সব কার্যক্রম সকাল থেকেই স্বাভাবিক গতিতে চলছে। বন্দরে পণ্য ওঠানামা ও পণ্য সরবরাহ কার্যক্রম সচল রয়েছে।
বাংলাদেশি ট্রাকের পণ্য বন্দরের ভেতরে ও বাইরের গুদামগুলোতে ওঠানো-নামানোর কাজ চলছে। তবে পণ্য নিয়ে ট্রাকগুলো দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে দেখা যায়নি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *