সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন হুইপ আতিক||সত্যবয়ান

সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন হুইপ আতিক||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের ডাকপাড়া-ঘোড়াপাড়া ১ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর রবিবার সকালে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল খাতে উন্নয়ন করে যাচ্ছেন। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন রোল মডেল। শেখের বেটি আছে বলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। কৃষকদের মাঝে এখন আর সারের জন্য হাহাকার নেই। শেখ হাসিনার সরকার মানুষের ঘরে ঘরে বিদ‍্যুৎ পৌঁছে দিয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ খাদ্য বন্ধব কর্মসূচির মাধ্যমে ১০ টাকা কেজি চাউল, নিন্ম আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে টিসিবি’র পন্য বিতরণসহ এমন কোন সেক্টর নাই শেখ হাসিনার উন্নয়নের ছোয়া লাগেনি। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) শেরপুর এর আয়োজনে ডাকপাড়া (ব‍্যাঙের মোড়ে) অনুষ্ঠিত আলোচনা সভায় চরপক্ষিমারী ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ্ব আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি।

চরপক্ষিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুলাহ আল মামুন, সদস্য এম.এ হাসেম, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক কুতুব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান প্রমূখ।

উল্লেখ্য, পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IRIDP-III) ডাকপাড়া (ব্যাঙের মোড়) থেকে ঘোড়াপাড়া পযর্ন্ত সড়ক উন্নয়ন। রাস্তার দৈর্ঘ‍্য ১.০০কিলোমিটার, রাস্তার প্রস্থ ৩.০০মিটার, চুক্তি মূল্য ১,১৪,৫১,৯৯৯টাকা। কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রিয়া এন্টারপ্রাইজ, জামালপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *