স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন শেরপুর চেম্বার অব কমার্স

স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন শেরপুর চেম্বার অব কমার্স

“করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি। করোনাকে না বলি, জীবনকে হ্যাঁ বলি, মাস্ক পরি, জীবন বাঁচাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাস্ক বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সারা দেশের ন্যায় ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেলে একযোগে দেশব্যাপী এফবিসিসিআই কর্তৃক দেশ স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচির শুরু করেন। এরই অংশ হিসেবে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ের সামনে আয়োজিত ২৫ হাজার মাস্ক বিতরন কর্মসূচির উদ্বোধন করেন চেম্বার সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রৌশন।

মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আ.লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩য় দফায় নির্বাচিত মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

এসময় শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন, পরিচালক জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, মনির উদ্দিন আহম্মেদ, নির্মল কুমার সাহা, মোঃ রফিকুল ইসলাম, খুরশীদ আলম মিঠু, শুভ্র সাহা বাবন, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক সন্জিব চন্দ বিল্টু, মুগনিউর রহমান মনি, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, ইয়ুথ রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বি, প্রেসক্লাব সদস্য বুলবুল আহম্মেদ প্রমুখ।

মাস্ক বিতরন শেষে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট গার্মেন্টস মালিক সমিতি, হোটেল রেস্তোরাঁ, জাতীয় মহিলা সংস্থা, শেরপুর প্রেসক্লাব, প্রিয়াঙ্গন হারবাল বিউটিপার্লারসহ অন্যান্য সংগঠনের নেতাদের মাঝে মাস্ক হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *