সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দরে সোনালী ব্যাংকের কালেকশন বুথের উদ্ধোধন||সত্যবয়ান

সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দরে সোনালী ব্যাংকের কালেকশন বুথের উদ্ধোধন||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে সোনালী ব্যাংকের কালেকশন বুথ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় মুঠোফোনে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

এ উপলক্ষে এক আলোচনা সভায় শেরপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শ্যামল কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সোনালী ব্যাংকের ময়মনসিংহের জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল্যা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ,নাকুগাঁও আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক অরুন চন্দ্র সরকার, সি এন্ড এস এফ নাকুগাঁও স্থলবন্দর এজেন্ট সমিতির সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় সোনালী ব্যাংকের কর্মকর্তা, সিবিএ নেতা, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে বক্তারা বলেন, নাকুগাঁও স্থলবন্ধরে এটি দীর্ঘদিনের সমস্যা ছিলো। আজ থেকে এ সমস্যা দূর হলো। আমদানি ও রপ্তানিকারকদের ট্যাক্স পরিশোধের জন্য নালিতাবাড়ীতে যেতে হতো। সেখানে অনেক ভোগান্তিতে পড়তে হতো। সোনালী ব্যাংকের এই বুথের মাধ্যমে আমদানি রপ্তানি কারকদের ভোগান্তি দূর হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *