সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ত্রিশালে মানববন্ধন

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ত্রিশালে মানববন্ধন

আবু তোরাব, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের বিচার ও তাঁর মুক্তির দাবিতে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২০মে) সকালে ত্রিশাল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল বার্তার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, বাংলাদেশ সাংবাদিক সমিতির বাসাস কেন্দ্রিয় কমিটির সমাজ কল্যান সম্পাদক খোরশিদুল আলম মজিব, দৈনিক বিশ্বের মুখপাত্র পত্রিকার সম্পাদক এন.বি.এম ইব্রাহিম খলিল রহিম, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডশনের সভাপতি রেজাউল করিম বাদল, ত্রিশাল নিউজ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সলিম, ত্রিশাল রিপার্টাস ইউনিটির সভাপতি এইচ এম জোবায়ের হোসাইন, ত্রিশাল রিপার্টাস ক্লাবে সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহমেদ, বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, আমাদর সংবাদ প্রতিনিধি মামুনুর রশীদ, খবরপত্র প্রতিনিধি ফয়জুর রহমান ফরহাদ, প্রতিদিনর সংবাদ প্রতিনিধি মেহেদি জামান লিজন, আজকর পত্রিকা প্রতিনিধি সাইফুল আলম তুহিন,সময়র আলা প্রতিনিধি মাঃ হুমায়ুন কবীর, স্বদশ প্রতিদিনর প্রতিনিধি ইমরান হাসান,দৈনিক স্বাধীনমত প্রতিনিধি আবু রাইহান,ডেসটিনি প্রতিনিধি সাদিকুর রহমান,আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জহিরুল কাদের কবীর, এক্সপ্রেস প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *