শ্রীবরদীতে ২৫ গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমি||সত্যবয়ান

শ্রীবরদীতে ২৫ গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমি||সত্যবয়ান

শ্রীবরদী সংবাদদাতা ||সারাদেশে এবার ঈদুল ফিতরে ৩২ হাজার ৯০৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঈদ উপহার হিসাবে ঘর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের মত শেরপুরের শ্রীবরদীতেও ২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেলেন এসব জমি ও ঘর। মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে উপকার ভোগিদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে প্রধানমন্ত্রীর সরাসরি সম্প্রচার দেখা ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশসাক মুকতাদিরুল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমান, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন দিলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আলম তালুকদার, শিক্ষা অফিসার মোঃ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আমিনুল ইসলাম, আ,লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *