শ্রীবরদীতে পুলিশের উপর  সন্ত্রাসী হামলার ঘটনায়  ৩১ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতারঃ ৩

শ্রীবরদীতে পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতারঃ ৩

শ্রীবরদী সংবাদদাতা ||শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে ওয়ারেন্ট ধারী এক আসামিকে রাতের বেলায় ধরতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে আহত হয়েছেন ২ পুলিশ সদস্য। আহতরা হলো শ্রীবরদী থানার এসআই মো সাইফুল মালেক ও পুলিশ সদস্য মো দেলোয়ার হোসেন। ঘটনাটি ঘটেছে ৯ মে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ২ পুলিশ সদস্যকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে এসএস সাইফুল মালেকের নেতৃত্বে পুলিশ শ্রীবরদী উপজেলার ঢনঢনিয়া গ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামি আব্দুর রহমানের ছেলে মো রাসেলকে গ্রেফতার করতে তার বাড়িতে যায়। একপর্যায়ে রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চালালে বাড়িতে থাকা নারী-পুরুষরা ২ পুলিশ সদস্যের উপর অতর্কিতভাবে হামলা চালায় । উত্তেজিত নারীরা কামড়িয়ে গুরুতর আহত করে এস আই সাইফুল মালেক কে। আহত হয় পুলিশ সদস্য দেলোয়ার হোসেন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে। এ ঘটনায় রাতেই শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে ২ নারী সহ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আব্দুর রহমান (৪৫), মমতা বেগম (২৮) ও মজিনা বেগম ( ২৫)। আহত দুই পুলিশ সদস্যকে শ্রীবরদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আহত এসআই সাইফুল মালেক বাদী হয়ে ১১ জন এজাহার নামীয় ১৫/২০ জন কে আসামী করে মঙ্গলবার গভীর রাতে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা দুঃখজনক। আটক ৩ জন কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *