শ্রীবরদীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত||সত্যবয়ান

শ্রীবরদীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত||সত্যবয়ান

শ্রীবরদী সংবাদদাতা||আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার দুপুরে রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা মন্ডলপাড়া গ্রামে বোরো ব্রি ধান ৯২ জাতের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের নিয়ে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদারের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবু হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, উন্নত জাতের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মনিটরিং অফিসার মো. রিজওনাল বারী।
এসময় সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এলানুর ইসলাম, ভায়াডাঙ্গা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবর রহমান সহ সাংবাদিক ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। কৃষকরা উন্নত জাতের ব্রি ধান ৯২ চাষাবাদের আগ্রহ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *