শ্রীবরদীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত||সত্যবয়ান

শ্রীবরদীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত||সত্যবয়ান

শ্রীবরদী শেরপুর প্রতিনিধি||শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। ৭ মার্চ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও শ্রীবরদী থানার পক্ষ থেকে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে সরাসরি প্রধানমন্ত্রী ভাষণ সম্প্রচার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এম.এ মতিন প্রমুখ।
এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *