শেরপুর শহরে অভিযানের পর আবারো রাস্তায় বসছে ভ্রাম্যমান দোকান

শেরপুর শহরে অভিযানের পর আবারো রাস্তায় বসছে ভ্রাম্যমান দোকান

মানিক দত্ত: শেরপুর শহর এমনিতেই অটো রিক্সার শহর হয়ে দাঁড়িয়েছে। সারা বছর জ্যাম লেগেই আছে। তারপর আসছে ঈদ, রমজান মাস চলছে ঈদের কেনাকাটা। ঈদের বাজারে রাস্তায় যেন জ্যাম না থাকে এবং রাস্তায় যেন ভ্রাম্যমান দোকান না বসে তারজন্য ব্যবস্থা গ্রহন করেছে শেরপুর পৌরসভা। ইতোমধ্যে শহরে যেন পৌরসভার লাইসেন্স  ছাড়া অটোভ্যান, ইজিবাইক, অটোরিক্সা প্রবেশ না করে সে জন্য মাইকিং করা হয়েছে। কিন্তু তারপরও লাইসেন্স ছাড়া এবং বিভিন্ন ইউনিয়নের অটোরিক্সা শহরে প্রবেশ করছে। রাস্তায় যেন ভ্রাম্যমান দোকান না বসে তারজন্য চালাচ্ছেন অভিযান। তারপরও বন্ধ হচ্ছে না। অভিযানের দিন শুধু দোকান গুলো সরে যায় তারপর পূর্বের অবস্থায় ফিরে আসে। এর একটা স্থায়ী সমাধান প্রয়োজন।

শহরের অধিকাংশ মার্কেটের পার্কিং ব্যবস্থা না থাকায় মটরসাইকেল, প্রাইভেটকার, রিক্সাভ্যান, দীর্ঘক্ষণ দাড় করিয়ে রাখে রাস্তায়, রিক্সাভ্যানে, চকিতে বা বিভিন্ন ভাবে রাস্তার উপর দোকান বসানোর কারণে কমে যাচ্ছে রাস্তার প্রসস্থ যার ফলে দিন দিন শহরের রাস্তায় জ্যাম বাড়তেই আছে। গতকাল ২৪ মার্চ অভিযানের সময় দেখা গেলো রাস্তায় কোন দোকান নেই, আজ ২৫ মার্চ এক রাতের ব্যবধানে ধীরে ধীরে বসে যাচ্ছে ভ্রাম্যমান দোকান। যাহারা আইন এবং নিষেধাজ্ঞা মানছেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন বলে শেরপুর শহরবাসী অনেকেই মত প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *