শেরপুর জেলা হাসপাতালে করোনা রোগিদের জন্য বিভিন্ন ব্যাক্তির ২৫টি সয্যা প্রদান-সত্যবয়ান

শেরপুর জেলা হাসপাতালে করোনা রোগিদের জন্য বিভিন্ন ব্যাক্তির ২৫টি সয্যা প্রদান-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার : দিন দিন করোনা রোগী বেড়ে যাওয়ায় শেরপুর জেলা হাসপাতালের নতুন ভবনকে করোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে ঘোষনা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এরপরও রোগির সংখ্যা বেড়ে যাওয়ায় সয্যা সংকট হয়ে পড়ে। পরে এবিষয়ে জেলা প্রশাসকের উদ্যোগ ও মধ্যস্থতায় বিভিন্ন ব্যাক্তি সহযোগীতার হাত বাড়ায়।
এরই ধারাবাহিকতায় ১১ আগষ্ট বুধবার বিকালে জেলা হাসপাতালেল নতুন ভবনে শেরপুর ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (সিস্ট) এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলি আব্দুর রাজ্জাক ১২টি, এশিয়া ট্রেডিং তোপখানা রোড ঢাকা এর স্বত্বাধিকারী সজিব আল হাসান ১০টি, স্কাইলার্ক প্রিন্টার্স এর স্বত্বাধিকারী দিদার হোসেন রোমান ২ টা এবং প্রবাশি কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্তি সচিব মো. বিল্লাল হোসেন ১ সহ মোট ২৫টি উন্নতমানের সয্যা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়। করোনা রোগিদের জন্য এসব সয্যা গ্রহন করেন হাসপাতালের তত্বাবধায়ক ও সিভিল সার্জন একেএম আনওয়ারুল রউফ। এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. খাইরুল কবির সুমন, সিস্ট পরিচালক প্রকৌশলি আব্দুর রাজ্জাক, সজিব হাসানের পক্ষে জাহাঙ্গীর হাসান কাজল প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে শেরপুর সমিতির পক্ষে সাধারণ সম্পাদক প্রকৌশলি রাজ্জাক জেলা প্রশাসকের হাতে দুই হাজার কাপড়ের মার্স্ক তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *