শেরপুর জেলা হাসপাতালকে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করলেন অগ্রণী ব্যাংক লিমিটেড-সত্যবয়ান

শেরপুর জেলা হাসপাতালকে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করলেন অগ্রণী ব্যাংক লিমিটেড-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহামারী করোনা প্রতিরোধে অগ্রণী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালকে অক্সিজেন সিলিন্ডার বিতরন করা হয়েছে। ১৮ আগষ্ট বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অগ্রণী ব্যাংক লিমিটেড এর আয়োজনে অক্সিজেন সিলিন্ডার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বিতরন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

এ উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার বিতরন অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত আলোচনা সভায় অগ্রণী ব্যাংক লিমিটেড শেরপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক।
তিনানী বাজার শাখা’র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক শরীফ হাসান সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটি এম জিয়াউল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর জেলা হাসপাতালের আরএমও ডা. মোবারক হেসেন,অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেল’র মহাব্যবস্থাপক একে এম শামীম রেজা।
আলোচনা শেষে শেরপুর জেলা সদর হাসপাতালকে ১০টি সিলিন্ডার হস্তান্তর করেন অগ্রণী ব্যাংক লিমিটেড।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক লিমিটেড শেরপুর অঞ্চলের কর্মকর্তা কর্মচারীদের পক্ষে অফিসার সমিতির সভাপতি প্রিন্সিপাল অফিসার ফারুক আহম্মেদ,ব্যবস্থাপকদের পক্ষে সিনিয়র অফিসার ও ব্যবস্থাপক শাহীন রানা প্রমুখ।

অক্সিজেন সিলিন্ডার বিতরন অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন নন্নী বাজার শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক আসাদুজ্জামান জিকু, গীতা পাঠ করেন শেরপুর শাখার ব্যবস্থাপক সুমন চন্দ্র কর্মকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *