শেরপুর জেলা পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের উদ্বোধন||সত্যবয়ান

শেরপুর জেলা পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের উদ্বোধন||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার: পুলিশি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ২৪ এপ্রিল রোববার সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী বডি ওর্ন ক্যামেরা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ শেষে পুলিশ সদস্যদের মাঝে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের উদ্বোধন ও বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

পুলিশের ইউনিফর্মের সাথে সংযুক্ত এই ক্যামেরা ব্যবহারের মাধ্যমে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রমে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী।

উল্লেখ্য, শেরপুর জেলায় প্রাথমিকভাবে পাঁচ থানায় ১১টি, ট্রাফিক পুলিশ সদস্যদের ৬টি ও জেলা গোয়েন্দা পুলিশের জন্য ১টি বডি ওর্ন ক্যামেরা সংযোজিত করা হলো এবং পর্যায়ক্রমে আরও ক্যামেরা সংযুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *