শেরপুরে ১০দিনের ব্যবধানে আরো এক হাতির মৃত্যু-সত্যবয়ান

শেরপুরে ১০দিনের ব্যবধানে আরো এক হাতির মৃত্যু-সত্যবয়ান

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি||শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ি উপজেলার পানিহাতা ফেকামারীর শেষ সীমানা থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছে। 

১৯ নভেম্বর শুক্রবার ভোরে হাতির মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকার সোনাঝুঁড়ি টিলা থেকে আরেকটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছিলো। এনিয়ে ১০ দিনের ব্যবধানে শেরপুর সীমান্তে দুটি বন্য হাতির মরদেহ উদ্ধারের ঘটনা ঘটলো।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার উদ্ধার হওয়া বন্য হাতিটি পুরুষ, বয়স আনুমানিক দুই বছর এবং কেবল দাঁত উঠতে শুরু করেছিল। গত কয়েকদিন ধরে খাদ্যের সন্ধানে পানিহাতার শেষ সীমানা এলাকার পাহাড়ে একটি বন্য হাতির দল অবস্থান নেয়। 

এব্যাপারে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন বলেন, গত কয়েকদিন ধরে ওই এলাকায় একটি বন্য হাতির দল অবস্থান করছে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে হাতি তাড়াতে কৃষকদের চার্জার লাইট দেওয়া হয়েছে। পাশাপাশি মশাল জ্বালাতে কেরোসিন তেল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *