শেরপুরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন  করলেন হুইপ আতিক-সত্যবয়ান

শেরপুরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ আতিক-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||অষ্টমীতলা আরএইচডি খুনুয়া বাজার ছনকান্দা মিয়াবাড়ীর অংশ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় সদর উপজেলার ৭নং ভাতশালা ইউনিয়নের ছনকান্দা এলাকায় আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি শেরপুর সদর এর বাস্তবায়ন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ নজরুল ইসলাম, জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মজদুল হক মিনু, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, উপজেলা ইন্জিনিয়ার রাসেল ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার প্রমুখ।

এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

জেলা তাতীলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সেলিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মজদুল হক মিনু, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার।

আলোচনা সভার শুরুতে হুইপ আতিউর রহমান আতিক এমপির আগমন উপলক্ষে ছনকান্দা পূর্বপাড়া এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ বাদশা, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ছনকান্দা ডা. এমটি হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

১কি.মি. রাস্তা ৭৯ লাখ ৩৪ হাজার ৬শত ৮১ টাকা ব্যায়ে নির্মাণ করা হবে জানান উপজেলা ইন্জিনিয়ার রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *